মানবতার আকাল :
——————-🔹️🔹️
চার দেয়ালের বদ্ধ ঘরে কত-ই না গল্প জীবনী,
ভালোবাসা, সুখ-দুঃখ কিংবা রোমহর্ষক কাহিনী ;
ধুঁকছে মানুষ, সইছে মানুষ, করছে হাহাকার,
কেউ-বা আছে মহাসুখে, গড়ছে টাকার পাহাড় ;
আপনজন মুখ ফিরিয়ে করছে সুখের যাপন,
পরের জন্য জীবন তো নয়, নিজেই নিজের আপন।
মুখে কুলুপ, চোখ-কান বুজে, চলে যে গা বেঁচে….
ঘরের দরজায় খিল দিয়ে সে, নিজের তালেই নাচে ;
আশে-পাশে বড়-ই বিপদ , কান পাতলে আর কই !
ভদ্রলোকের ধাতে নেই ওসব, ভাল্লাগেনা এত হইচই ;
কার গেলো, কে বা মরলো, কি এসে যায় তাতে ,
ঠাট-বাট আর ঠমক তোমায় উঠিয়েছে যে জাতে !
আলাপে-লিখনে মনুষ্যত্বের কথা বলছো বারে বারে
স্নেহ-ভালবাসা, নীতির তবুও আকাল ঘরে ঘরে ;
গা বাঁচানো স্বভাব নিয়ে জীবন করছো পার,
ভরসা করে আপন যে তোমায় ডেকেছে বহুবার ;
সময় একদিন আসবে হ্যাঁ রে, তোমার দিকে ঘুরে ,
সময় তো নয়, দুঃসময় তখন..আসবে বিপদ তেড়ে !
পাড়া-পড়শি’র পানে যদি বাড়িয়ে না দাও হাত
বিবেক তোমায় করবে হরণ, পোড়াবে নির্ঘাত ;
স্বজন ছাড়া সংসার যেমন গুমরে গুমরে কাঁদে ,
বন্ধুবিহীন সমাজেও তেমন থাকা যায় কি সাধে?
পরস্পরের সাহায্যে যদি ছুটে যায় এ মন-প্রাণ
আবেগ-অনুভূতি, ন্যায়-সততার হবে জয়গান ।
Leave a Reply