আজম চৌধুরী
হে আদিম সওদার ভ্রমর
তুমি বেড়াতে আস এক অন্ধকার রাতে
আমার নিশিধ্য পল্লীতে,
উত্তপ্ত খেলার লীলা দেখাব তোমাকে –
কানদুপাডায় অথবা সিরাজগঞ্জের বেশ্যা পল্লীতে।
তোমাদের সমাজ বানিয়েছে মোদের কীট সম,
অন্ধকার গলির ঠিকানা লেপটে দিয়েছে
মোদের কপালে জন্ম জন্মানতরের তরে ।
আমরা ত বেশ্যা হয়ে জন্মি নাই
জন্মেছিলাম মানুষ হয়ে ,
সবার মত আমাদের মা বাবা সংসার সমাজ
সবই ছিল, আত্যাহুতি দিয়েছি তোমাদের
রিপুর আগুনে পুড়ব বলে,নারী য়ৌবনের
সব পিচছিল সম্পদ বিলিয়ে দিয়েছি
তোমাদের রংগিন নেশার খেলায়,
পুরুসের পুতুল হয়ে উজাড করে দিয়েছি দেহের
পরতে পরতে জমে আছে যে মাংসল মধুসুধা,
লোভি নরপশুর নোখ আর খুধারত নেকড়ের
আঁচড়ে আঁচড়ে প্রতি রাতে রক্তাত্ব দেহ নিয়ে
নিঃশব্দ আকুতি জানিয়েছি
স্তব্ধ বিবেকের বদ্ধ কানে, নিরব চিৎকারে
জানিয়েছি বেচে থাকার আকুল আর্থনাদ।
আমরা মানুস নহি আমরা পতিতা,
আমরা রক্ত মাংসে গড়া অন্ধ গলির
অসপৃস্য কীট, পুরুসের জৈবিক খুদার খাদ্য,
খুধারত কুকুরের আশরে মাংসের টুকরা সম,
মানুস হয়েও আমরা বিশ্ব মানবতার কলংক ।
আমরা জীবমৃত, মরে গেলেও আমরা অসপৃস্য,
মাটির নীচেও শান্তিতে ঘুমানোরও ঠাঁই নাই
তাই পৃথিবীর অন্ধকার বুকে লুকিয়ে ঘুমাই।
হে পুরুস রাজ , তুমি একবার আস আমার কুঠীরে
আমার দেহ যতই পংকিল কাদায়
কর্দমাক্ত হউক শেসবারের মত আমি উৎসর্গ
করব আমার অংগ সুধা তোমার সমিপে,
তোমার পৌরুষের কলংকের সাক্ষী হিসাবে
অমর থাকব জীবনকে বলিদান দিয়ে।
======================
১০ ফেব্রুয়ারি ২০২৩
সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া ।
Leave a Reply