পিরোজপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার প্রেক্ষিতে পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের ২ বারের নির্বাচিত সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল।
নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী এই তিন উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-১ আসন।
এ আসনে মোট ভোটার শংখা ৩ লাখ ৬৭ হাজার ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৩০৬ জন। নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৭৩১ জন।
পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে
মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৮৩৫ জন। নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৭৮জন।
পিরোজপুর ৩ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ডা: রুস্তম আলী ফরাজি তিনি মহাজোট থেকে বিজয় হয়ে বর্তমান এমপি ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে ২৯ হাজার ৩৪২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন । তিনি বিভিন্ন দল থেকেও বারবার এমপি নির্বাচিত হয়ে ছিলেন।
মঠবাড়িয়া উপজেলা ও ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে পিরোজপুর-৩ আসন। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪১ জন। পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন। নারী ভোটার রয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন।
Leave a Reply