মানবতা।
সৃষ্টির সেরা মানুষই নাকি শ্রেষ্ঠ জীব
বিবেক বুদ্ধি সৃষ্টিকর্তা দিয়েছেন আজিব..!
আর কোন জীবেরে দেন নাই এমন জ্ঞান
তবুও মানুষ নিজ স্বার্থে পেরেশান..!
হিংসা-বিদ্বেষ হানাহানি অবিবেচক
মানুষ-ই স্বার্থে অন্ধ দেখে তার এক চোখ ।
মানুষ দাবী করে সে শ্রেষ্ঠ জাতি
তখন ধনী-গরিব ধর্ম ভেদ সবাই তার জ্ঞাতি..!
কেন হয়না মানুষ আমরা উদার মনা
মনে তার থাকবে না হিংসা বিদ্বেষ এক কণা ।
তখন- ই ভগবান/আল্লাহর কৃপা মেলে
আমরা মানুষ মুখে এক, অন্য ফন্দী দিলে…!
পেট ভরে পরিবার নিয়ে অনেকেই খাই
অভুক্ত প্রতিবেশীর খবর কয়জন
পাই ?
গেরুয়া-পৈতা- দাড়ি-টুপি অনেক বাহার
আল্লাহ বলেন স্বার্থান্বেষী তুমি কাহার ?
ধর্মের নামে নামাবলী গায়ে মানুষকে দিচ্ছি ফাঁকি
উপরওয়ালার হিসাব থেকে যায় যে বাকী ।
আল্লাহ/ঈশ্বর বলেন, আসবে যেদিন আমার কাছে শেষ বিচারে,
নরকের লেলিহান শিখা অপেক্ষায় তোমার তরে ।
আগে মানুষ হও পরে হিন্দু-মুসলমান
মানবতা মনুষ্যত্ব কে সৃষ্টিকর্তা করেন সম্মান ।
ভেঙ্গো না মন্দির- মসজিদ সবই আল্লার ঘর
মিছেই করি ভেদাভেদ আমরা ভুলে আপন পর ।
Leave a Reply