আয়না ও নূপুরের শোক
আনিসুর রহমান টিপু
কেবল যাপনই শেষ কথা নয় –
তারচে’ দেখে নাও
কতটা রঙ-ধরা জীবন তোমার!
কার যেন অজস্র চরাচর
কার যেন ব্যথা ভরা সকাল
কার আবার খুব’করে সাজিয়ে রাখা জীবনবোধ
তোমাদের মেনে নেয়া অন্ধত্বগুলোকে –
চাইলে উপড়েও ফেলতে পারো,
পারো কাঁচা রক্তে প্রবাহ দুলিয়ে দিতে
জানো তো –
‘প্রবাহ’ একটি পুরাতনী ঔষধি গাছের
শেকড়ের নাম!
তারচ’ বরং চলো
আমাদের ফেলে দেয়া নূপুরগুলোর,
অবিক্রিত আয়নাগুলোর যে সমস্ত ত্রুটি-বিচ্যুতি ছিলো;
সারিয়ে তুলি। আর খাঁচা নির্মাণে পারদর্শী
কাওকে সাথে নিয়ে, পাখি উড়িয়ে দিই…
.
Leave a Reply