তুষার রোধন
ফেলে এসেছি মনে করি বারবার
মনে হয় দেখে আসি একবার
কাঁদিছে যেন বিফলে ব্যাকুল বেদনায়
একা গৃহে বসে সজল নয়নে হায়।
করুণ কণ্ঠ, তবু বিষণ্ণে রবে না চিরতরে
ঝরিবে না অশ্রুজল ধারা কালের মহা ভারে
দগ্ধ হৃদয়ে বহিবে না পরম আশা সর্ব স্তরে
বিষাদ বিজনে করুন দিন যাবে ফুরায়ে অগোচরে।
উচ্চ শিরে কহিবে কি? জয়ী হলাম প্রান্তে এসে?
আপন গানে আপনি গাহিবে, করিবে ম্লান-হরষে।
অকোমল বসনে শয়নে বাঁধিবে জীবন, প্রখর দহনে
স্নান করিবে আঁধারে উথাল-পাতাল জলে মহা প্লাবনে
রোধনে মরিবে সকাল সন্ধ্যা রাতে ঘন তুষার পবনে।
কলমেঃ আব্দুর রাহিম
Leave a Reply