নদীর পাশে মোর ঘর।
মাসুম বিল্লাহ।
ঐ খানে মোর নদীর তীরে,
ছোট্ট একটা ঘর।
সেখানে আমি বাস করি,
সারা জীবন ভর।
উত্তাল ঢেউয়ে ভেঙে গেলো,
আমার ছোট ঘর।
দুই নয়নে ভাসিয়ে দিলো,
নয়ন ভরা জল।
কষ্ট ভরা আঁখি মোর,
মন ভরা হাঁসি।
নদীর তীরে আসতে আমি,
কত ভালো বাসি।
Leave a Reply