“সার্ভাইভাল অব দি ফিটেস্ট”
মোহাম্মদ সাইফুল ইসলাম
নিরামিষ মুখমণ্ডল দেখতে অস্বস্তিকর,
রস রসিকতায় ফলোয়ারের অভাব নেই
অামি তাই হতে চাই কখনো ইম্পারসোনেটর,
কখনো বিগবলার, কখনো ক্রিকেটার,
কখনো রাজনৈতিক মঞ্চের পাকা খেলোয়াড়,
নিজে খেলার চেয়ে অন্যকে দিয়ে খেলাতে পারার সার্থকতা অনেক বেশি,
কোচকে তাই হায়ার করতে হয় মোটা অঙ্কে।
সব মানুষই কম বেশি বৃক্ষের ডালের মত বাঁকা স্বভাবের;
বাতাসের সামান্য বাধায় চলে অাঁকাবাঁকা পথে,
গোধূলি লগনে সাদা মেঘও রং বদলায়,
সূর্যকে দেয় রাতের অগ্রিম বিদায় সম্ভাষণ,
ভাগ্য হোক অার ইনসিডেন্টাল অপরচুনিটি হোক তীক্ষ্ণ দৃষ্টি প্রসারিত হলে
প্রত্যাশার অাঙিনায়
স্বচ্চ পাথরও হয়ে যায় হীরার টুকরা।
ঈগলের শিকারী চোখ
কৌনিক পরিমাপে ভুল রিডিং দেয় না,
শিকার অবলার মত করে অসহায় অাত্মসমর্পণ,
এখন চ্যাট জিপিটি মোটা দাগের অায়ের হাতিয়ার,
কৌশল ব্যবহারের নিপুনতা অর্জনটাই বিবেচ্য,
মাধ্যম অার ক্ষেত্র ভিন্নতার তারতম্য স্বাভাবিক।
“সার্ভাইভাল অব দি ফিটেস্ট”
অস্বীকার করার সুযোগ কোথায়!
Leave a Reply