ভালোবাসার চতুরঙ্গ
ভালোবাসা ছাড়া রচিত হয় না বিরহ কাব্য;
ভালো না বাসলে কাউকে ঘৃণা করাও অমূলক I
ভালোবাসা কখনো প্রণয় কাব্য;
কখনো জীবন কাব্যের প্রহসন I
অনুভব অনুভূতি আর আবেগ যেখানে সচল,
ভালোবাসাটাও সেখানে জীবনবোধেরই অনুষঙ্গ I
পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গি ও মনোভাবের !
কারো কাছে ভালোবাসা প্রেরণার উৎস; বাঁচার মন্ত্র I
কারো কাছে জীবনের আখ্যান কিংবা উপখ্যান ।
তবে সবকিছুর পরিমিতবোধেই
সৌন্দর্য ও সৌকর্যের বর্ণিল সম্ভাব;
যেখানে যে যার মতো খুঁজে নেয় আপন অস্তিত্ব মহিমা I
যেখানে ভালোবাসা নেই, সেখানে সম্পর্ক প্রশ্নবিদ্ধ !
কখনো বৈধ অবৈধতার কাছে পরাভূত I
জয় হোক ভালোবাসার;
জয়ী হোক ভালোবাসার চতুরঙ্গ
Leave a Reply