ধুর ছাই চলে যায়
জগৎটাকে ছেড়ে যায়
চোখ মেলে যেটা দেখি
ধুলি কনা চোখে মেলি
ভালবাসার ছন্দ গাথী
পলক ফেলে সিঁদুর দেখি
ধুর ছাই চলে যায়
যেদিক চোখ যায়
মন চাই হাসি দেখি
চোখে মুখে আধার দেখি
স্বপ্নে চাঁদ দেখি অধর সারা নিশি
ঘুম ভাঙলে আকাশে মেঘ রাশি
ধুর ছাই চলে যায়
যেদিকে মন চাই
মন বলে ধরি যার
ছলা কলায় ভরা তার
ধুর ছাই চলে যায়
যেদিকে মানুষ নাই।
রোজলিন, নিউইয়র্ক।
৩০শে জানুয়ারী, ২০২২।
Leave a Reply