সহাস্য উল্লাসে আজীবন
বাদল ঘোষ
আমাদের আগুন আগুন দিনে
আগুনের ফুল ফুটে থাকতো চারদিকে
নীলাভ আগুন ছিলো সপ্রতিভ চোখে- মুখে
দৃশ্যের ভেতরে আর বাইরে, ভবিষ্যতের জানলায়
ত্রিশূল আগুনে বিদ্ধ স্বকল্প সময়
কোনো কাঁটাতার ছিন্ন করতে পারেনি
আগুনের দগ্ধ দেহ
পাখির উড়ন্ত ঠোঁটে হতো পারাপার নিষিদ্ধ সীমান্ত
প্রচণ্ড আগুন ছিলো চোখেমুখে,
হাতে নগ্ন শরীরের চুম্বক নিভাঁজে
যখন বললে তুমি – এসো শুদ্ধ হই বিনম্র আগুনে,
তখনই পোড়ালাম নিজেকেই নিজে আপাদমস্তক
তারপর থেকে সেই আগুনের
সহাস্য পতাকা হাতে
সহাস্য উল্লাসে আজীবন
সটান দাঁড়িয়ে আছি তোমার স্বাগত
প্রত্যাবর্তনের পথে ।
বাদল ঘোষ
গিল্ডউড ভিলেজ
টরন্টো, কানাডা
Leave a Reply