বন্ধু
নীলিমা রায়
বন্ধু মানে দুটো মনের ভাবনার মিলন ঘটা
বন্ধু মানেই সীমার মাঝেই অসীম সীমারেখা,
বন্ধু হল একেক রকম একেক রসিকতা ;
বন্ধু মানেই বিশালতা সম্পর্কে গভীরতা।
বন্ধু যদি ভুলের মাঝেও অনেক কাছে থাকে,
বিপদ – হলেও বন্ধু যাকে ভিষণ আগলে রাখে।
সবার মাঝেই জীবন টা ঠিক বন্ধু খোঁজে ফিরে
হাসি- কান্নার অন্তরালে বন্ধুরাই থাকে ঘিরে।
জীবনের যত গল্প গুলো একে অন্যে বলি
সবাই যেন সবার মতো নিজের কথা খুলি।
একে অন্যের দুঃখ গুলো যে যার মতো করে
ভাগ করে নেই আপন মনে বন্ধু হবার ক্ষণে।
দুঃখের দহনে যেই পড়ুক না কেন বন্ধু আপন জন
বন্ধু বিনা বিনাশ হয়না দুঃখের ই দহন।
কষ্ট পেলে বন্ধু পাবে, কষ্টের হবে সাথী
সেই কষ্টের সারিন্দাতে জ্বালবে ঘরে বাতি।
বন্ধু মানেই হাজার বিকেল গানের গলায় সুর
তাই তো জীবন বন্ধু বিনা হয়না কখনো মধুর!
বন্ধু মানেই বিশাল আড্ডা, চা – কফি আর গল্পে
মন ভরে না বন্ধু বীনা কোনো কাজেই অল্পে।
বন্ধু মানেই চলনা একটু, সুখের সাগরে ভাসি
সত্যিকারের বন্ধু যে জন থাকবে মুখে হাসি।
কথায় থাকবে অপার শ্রদ্ধা, ভালবাসা চিরন্তন
এমন বন্ধু আছে বটে আজ, অটুট থাকবে বন্ধন।
কাদা মাখা দেহে যে জন আসিবে করিয়া আলিঙ্গন
বুঝে নিও সে আপনার চেয়ে সত্যি আপনজন।
সুখের উল্লাসে মোরা হব বন্ধু একে অপরের সাথে
খুনসুটি মাখা বেহালার সুর হৃদয় বীণাতে বাজে।
চলনা তবুও জেগে থাকি রোজ হৃদয়ের আঙিনায়
যতদিন মোরা রইব বাচিয়া, এই জীবন নদীর মোহনায়।
দুঃখ সুখের সাগরে ভাসিয়া চলনা একটু হাসি
মোরাই হবো মোদের ছাতা , সুখ রবে রাশি রাশি।
আজ থেকে মোরা একটি শপথ, করি হাতে হাত রেখে
একসাথে রব, একসাথে গাব বন্ধুর হৃদয় বাণী
জীবন নদীর মোহনায় মোদের স্মরিবে সবাই বসে।
Leave a Reply