পিরোজপুর প্রতিনিধি
বিদ্যুৎ হাওলাদার ::::::::::
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস সম্পর্কে গুজব ছড়াচ্ছেন একটি মহল। বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে ও মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ সম্প্রতি এক বক্তব্যে পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসের জাতীয় পার্টির জেপির সাথে সমঝোতা করে মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন মর্মে যে বক্তব্যের ভিডিওটি প্রচার করা হয়েছে উক্ত বক্তব্য মিথ্যা বিভ্রান্তিমূলক ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনের পূর্ব মুহূর্তে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস বলে দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস। তিনি জানান আমি জননেত্রী শেখ হাসিনার দলীয় মনোনীত প্রার্থী হিসেবে উক্ত মিথ্যা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে উক্তরূপ মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস মুঠোফোনে জানান, আমার সম্পর্কে যে অপপ্রচার করা হচ্ছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের এর মধ্যে পড়ে বিধায় আমি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মৌখিক ভাবে জানিয়েছি এবং দলীয় ভাবে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
Leave a Reply