“কোরবানি”
মোঃ শিবলী নোমান
সিঙ্গাপুর থেকে
২৭/০৬/২০২৩
জবাই কর মনের পশু
বনের পশু পরে।
মন দিয়ে উৎসর্গ করো
মহান আল্লাহ তরে।
হারাম টাকায় কোরবানি দিলে
পাপের বোঝা বাড়ে।
সত্য ন্যায়ের পথে থাকলে
পাপ থাকে না ঘাড়ে।
উৎসর্গ করো মন ও প্রাণ
সবই আল্লাহর তরে।
খুশির জোয়ার বয়ে যাবে
ঈমানদারের ঘরে।
লোক দেখানো কোরবানি তাই
কবুল নাহি হবে।
আল্লাহর ভয় দীলে থাকলে
কবুল হবে তবে।
আল্লাহর কাছে সওয়াব পাবে
হালাল টাকা হলে।
কোরবানিতে কোন লাভ নাই
হারাম টাকায় দিলে।
আল্লাহর তরে ঈমান আনো
কোরবানি দাও পরে।
তবেই না শান্তি আসবে
প্রতিটি ঘরে ঘরে।
আল্লাহর তরে রক্ত মাংস
কিছুই নাহি যাবে।
তাকওয়া যদি ভাল হয়
সওয়াব তুমি পাবে।
Leave a Reply