বদরুদ্দোজা পারভেজ
বাঁক ধরা নদী
কোনো এক নীলাদ্রির নধর নিতম্বে জন্ম
শীতের স্বচ্ছ শবনম বয়ে চলে বুকে
মার্জার পদে নিঃশব্দে।
এক তীরে ঘন তৃণের শ্যামলিমা
আরেক তীরে স্বহস্তে গড়া বিস্তৃত কানন,
নামও দিয়েছি এক।
নিবিড় যত্নে জীবন্ত রাখি প্রতিনিয়ত
পাপড়িগুলো বাঁচিয়ে রাখি ধূলোর হাত থেকে,
নামের অশুচি হবে বলে।
কিভাবে জানি জেনে গেলে একদিন
তোমার নামে একটি বাগান আছে
কোনো এক নদী তটে,
নেমে গেলে সন্ধানে
ঠিকই পৌঁছে গেলে শরৎ শুভ্র এক বিকেলে।
এগিয়ে এলে পায় পায়
পরনে ছিল নীল শাড়ি, আকাশেরও তাই,
কে আকাশ কে তুমি গুলিয়ে ফেল্লাম বিভ্রমে।
একটা ফুলও ধরলে না, ছিড়লে না
সুভাসও নিলে না
অস্থির চোখ এদিক ওদিক
তখন আমি তমাল তলে স্বেদন বদনে।
নজর পড়তেই ছুটে এলে কাছে —-
নিরব —– নিশ্চুপ !!!
ধীরে ধীরে হাত বাড়ালে
ভাবলাম, হাতে হাত রাখতে চাও —-
না, তা নয়,,,,অপ্রতিম হেঁয়ালিতে তুলে নিলে
আমার নাকের ডগায় জমে থাকা
ধূসর ঘামের মলিন বিন্দু
তোমার তর্জনীর অগ্রভাগে
তারপর শুঁকে নিলে পরম্পর দীর্ঘশ্বাসে
অতল অনুষঙ্গে। তখন তোমার
কাজল চোখের গহীনে দেখলাম-
রজত খচিত আমার রানার্সআপ ট্রফির
দেদীপ্যমান ছবি!
০৮ জানুয়ারি ২০২৩
সিলেট।
Leave a Reply