বলতো দেখি!
ভালোবাসা কি মাপা যায়,
যায় নাকো মাপা শুধু অনুভব করা যায়।
দূর থেকে এসে সজন বেধেছ বুকে আপন করেছো বিশ্বাসে মমতায়।
যেখানে বিশ্বাস ঘুমায় পবিত্রতার আশ্রয়,
ছোট্ট শিশু উদ্ভিদের মত একটু একটু করে বড় হয় সংসার,
বিশ্বাসে একে অপরের কাঁদে রেখে ভর।
পরিশ্রম যেখানে ঘাম গুলো হীরের ফোটায় আশ্রয় ভরে যায়।
ঝড় বৃষ্টি সুখ-দুঃখ পার করে বিশ্বাসে ছোট্ট নিঃশ্বাসে
একটা জনম আপন মহিমায় জাগ্রত সহবাস।
অভিযোগ মিটাতে হয় মনোযোগ মেটাতে হয়
মেটাতে হয় হাসির খোরাক পেটের খোরাক মনের খোরাক,
সুখে থাকার দায় সমান সমান কি নারী কি পুরুষ।
হোক না কাছে হোকনা দূর
সংগীত বাজুক সুমধুর
জগত পূজায় মায়ার টান
সংসার মঞ্চে সম গান কি নারী কি পুরুষ।
অধিকার সবার সমান ভাগ সমান সমান
মেনে নেয়া সমান সমান কি নারী কি পুরুষ।
বিশ্বাসী হয়ে ওঠা ধর্মের অনুশাসন অনুধাবন
কিনারে বেঁধে রশি ব্যথায় কাঁদলেও,
একটু রেখে যেও মুখে হাসি, বড় ভালোবাসি
সমান সমান।।
তুমি আমি সমান সমান
কবি এম রহমান রানা।
রাত্র দুইটা,০ ৮,০৫,২০২৩…।
Leave a Reply