ভালোবাসার আনন্দ যন্ত্রণা
মোহাম্মদ আবদুল হক
জন্মের পর থেকে মৃত্যুর অপেক্ষায়
সময় কখন যায়, কখন আসে
কে কারে ভালোবাসে জীবন সংসারে
অনায়াসে কেউ কী বলতে পারে ?
অন্ধকার সময় কাটে আলোর আশায়
ভালোবাসা খুঁজে পায় সিক্ততা
অরূপ রূপে ভেসে আসে তার প্রতিচ্ছবি
তাইতো কবিতায় ছবি আঁকে কবি |
স্মৃতির পাতায় দেখা যায় গভীর সংলাপ
সরাসরি আলাপ চায় প্রাত্যহিক জীবনে
কেমন আছে জিজ্ঞাসার উত্তর নেই
ভালোবাসার আনন্দ যন্ত্রণা কেউ কি বুঝে ?
চলার পথে কত স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়
চলার পথে অজস্র বিষাদ নিয়ে হাসতে হয়
নিখুঁত অভিনয় করে বাঁচতে হয়
কে জানাবে আদৌ কী এটা মানব জীবন ?
একটুকরো জায়গা নেই ভালোবাসা ঘুমোবার
নির্ঝঞ্ঝাট শব্দের বুকে কিছু নেই হারাবার
তবুও বারবার বলে যায় ভালোবাসা ছাড়া
এই নিপুণ পৃথিবীর বুকে বেঁচে থাকা অসহায় |
✍️সত্যদর্শী
তারিখ ০৯-০৯-২০২৩ খ্রিষ্টাব্দ
Leave a Reply