আমি মানুষ
পরিতোষ ঘোষ
আমি প্রতিদিন মুখোমুখি হই অজানা সংপ্রশ্নের।
ভুল করি, ভুল থেকে শিক্ষা নিই অভিযোজনের
প্রতিনিয়ত। কখনও হোঁচট খেয়ে পড়ি নির্ভয়ে,
আবার উঠে দাঁড়াই, বুকে অদম্য সাহস নিয়ে
এগিয়ে যাই অবিদিত অজানার দিকে।
ভুলের সাথে সখ্য করতে করতেই অলক্ষ্যে
বেড়ে উঠি প্রতিদিন। এভাবে এগিয়ে চলি
শ্রেষ্ঠ স্বপ্নের দিকে বাড়িয়ে নিষ্পাপ অঞ্জলি।
আমি স্বপ্ন দেখি একটি সুন্দর পৃথিবী
মহাবিশ্বের মাঝে জেগে আছে স্বর্গীয় সুখে,
আমি স্বপ্ন দেখি সূর্যের মতো আলোকিত দেহ
শতরুপে, শতরাগে, শতবর্ণ মেখে।
আমি মানুষ
আমি আনন্দে উদবেলিত হই কৃতিত্বে, সাফল্যে,
সৎসঙ্গে। অপ্রত্যাশিত কারো ভালোবাসা পেলে
পুলকিত হই, মনের ভেতর চুপি চুপি বাসা বাঁধে
মুঠো মুঠো সুখ। কেউ আঘাত দিলে প্রাণ কাঁদে,
কষ্ট পাই। যখন মনের গহীনে পুষে রাখা স্বপ্ন
মিলিয়ে যায় দুঃস্বপ্নে তখন ডুবে যাই কুয়াশাচ্ছন্ন
হতাশায়। অন্যের কষ্টেও দু’চোখে অশ্রুর বান
ডাকে কখনও কখনও। সুখ-দুঃখের দিব্যস্নান
সেরে হাসি কান্নার দোলাচলে দোল খাই।
এভাবেই, আমি একজন খাঁটি মানুষ হয়ে যাই।
আমি আঘাত পেতে পেতে কষ্টকে ভুলে যাই
কখনও চোখের জলে ভেসে যায় বুক,
হাসি আনন্দের চাষ করি মনের জমিতে
আনন্দে বিলিয়ে দিই মুঠো মুঠো সুখ।
আমি মানুষ,
দোষ গুণের সমন্বয়ে গড়া আমি প্রকৃতই সত্য,
বাস্তববাদী, আবেগী এবং অসম্পূর্ণ। আমি নিত্য
কপটতা করি, লোভ করি, হিংসা করি,
গালাগাল করি, অহংকার করি, উপহাস করি;
সত্য বলি, মিথ্যা বলি, মোহময় পৃথিবীর টানে
আসক্তির মায়াজালে জড়িয়ে ফেলি অবচেতনে;
অন্যের বিপদে সাধ্যমতো দাঁড়াতে চাই পাশাপাশি,
আমি প্রকৃতি আর মানুষকে বড্ড ভালোবাসি।
যতটুকু গুণ আছে তার চেয়ে দোষটাই বেশি,
মুখে যা বলি মনে কি তা সব সময় পুষি!
দোষগুনের নানা রঙে এঁকে যাই স্বপ্নের ছবি,
ক্যানভাসে আলোক-ভাবনা দু’চোখের দৃষ্টিতে রবি।
আমি মানুষ
এই রক্ত মাংসের দেহে অলিন্দ নিলয়ে গড়া
আমার একখানা হৃদয় আছে। বুক ভরা
ভালোবাসা পাবার জন্য কখনও কখনও
আমি কাঙাল হয়ে যাই। যদি কভূ কারো
কাছে অবহেলা পাই, কেউ ঘৃণার চোখে তাকায়,
আর দশটা মানুষের মতো আমিও কুঁকড়ে যাই
শামুক খোলসে। মানবতার জয়গান করি প্রতিদিন,
সুন্দর পৃথিবীর কাছে রেখে যাই ভালোবাসার ঋণ।
অগণিত মানুষের মতো আমিও একজন সাধারণ
ভালোবাসায় ঘৃণায় বেঁচে থাকি প্রতিপল প্রতিক্ষণ।
নতুন স্বপ্ন বুনি ভালো থাকার, ভালোবাসার প্রতি প্রত্যুষ,
আলোকিত সূর্যের নীচে আমি প্রকৃতই একজন মানুষ।
Leave a Reply