আমি একজন বদলে যাওয়া মানুষকে কিছু প্রশ্ন করেছিলাম! সে স্বচ্ছন্দে আমায় উত্তর দিয়েছে-
-তুমি তো খুব কথা বলতে ভালবাসতে?
-তুমি তো মন খুলে হাসতে জানতে?
-তুমি সবার খুব খোঁজ নিতে?
-তুমি সবার পাশে দাঁড়াতে আমি জানি!
-তুমি খুব ছবি তুলতে ভালবাসতে?
-তুমি খুব ঘুরতে ভালবাসতে?
-এখন ঘরের কোণেই আমার অনেক ভাল লাগে! কারণ বাইরে গেলেই অনেক সমালোচনা!
-তুমি খুব গাইতে ভালবাসতে?
-আমার গানের গলা নাকি গান গাওয়ার যোগ্য নয়!
-তুমি খুব রং ভালবাসতে!
-রং ভাল না বাসায় ভাল কারণ হঠাৎ করে সবকিছু বেরঙিন হয়ে গেলে বেঁচে থাকার কারণ হিসেবে বেরঙিন পৃথিবীটাই শুধু পরে থাকবে!
-তুমি খুব মানুষ বিশ্বাস করতে!
-বিশ্বাসই বুঝিয়ে দিয়েছে আমায় অবিশ্বাসের প্রয়োজন!
-তুমি খুব বাঁচতে ভালবাসতে!
-বেঁচে থাকাটা জরুরী হতে পারে কিন্তু উপহার নয়!
-এসব কিছুর মানে!
-সময়!
মানুষ কখনোই এমনি এমনি বদলায় না! সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষ!
Leave a Reply