বড্ড অসময়ে তুমি এলে
———————————
শাহনেওয়াজ কবির ইমন
বড্ড অসময়ে তুমি এলে,
এ জীবনের শূন্যতা কালে;
মাঘি পূর্নিমার ক্রান্তি লগ্নে,
ঘোর অমাবস্যার সন্ধিক্ষনে।
বড় বেদনায় তুমি এলে,
বেদনা বিধুর রাত্রি কালে;
অসময়ের গোলক ধাঁধায়,
নীল প্রেমের অববাহিকায়।
বড় অবেলায় তুমি এলে,
বসন্ত বিগত হবার কালে;
পরন্ত বিকেলে, আবছায়ায়
শুকনো পাতার আঙিনায়।
বড্ড শেষবেলায় তুমি এলে,
হিজল ফুল ঝরবার কালে,
জীবন বোধে বিষাদের ছায়া;
শূন্যতা মাঝে পড়ে আছে কায়া।
Leave a Reply