সাঁঝ বেলার বাসনা
———————-
হে আমার জন্মভূমি ,
তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে ,
পাহাড়-পর্বত সাগর-মহাসাগর পাড়ি দিয়ে ,
সুদূর প্রবাসে গড়েছি আবাস !
প্রবল আত্মবিশ্বাস, অদম্য সাহস ও শক্তি নিয়ে,
মাইনাস টেম্পারেচারের সাথে যুদ্ধ করে, দুরপ্রবাসে করছি বসবাস !
ছেলে-মেয়েদের স্থায়ী ঠিকানায় ,
আরাম আয়েশে জৌলুসপূর্ণ জীবন কাঠিয়েও ,
একটি বারের জন্য ভাবতে পারিনি ,
এটা আমার স্থায়ী নিবাস !
প্রতিটি ক্ষণ,প্রতিটি মুহুর্ত অনুভব করি একটি শূন্যতা,
মনে পরে তোমার বুকে কাঠিয়ে দেয়া দিনগুলোর কথা ,
চোখের সামনে ভেসে উঠে অনেক স্মৃতি , অনুভূত হয় তোমার মাটির সুবাস !
স্পৃহা জাগে ফিরে যেতে তোমার কোলে ,
বয়সের ভারে আগের মতো উচ্ছলতা থাকবে না ,
তার পরও আমি খুঁজতে চাই ,
আমার হারানো স্মৃতিগুলো তোমার পথ প্রান্তরে ,
কাটাতে চাই আমার সাঁঝ বেলা তোমার তরে ,
সেবন করে তোমার বিশুদ্ধ আলো বাতাস !!
১/ ০২ / ২০২২ ইং
ম্যানচেস্টার.
Leave a Reply