শিরোনাম : ক্যামন করে ?
কলমে : মুহাম্মদ বাবর
তারিখ : ১৩ – ০৮ – ২০২৩
ক্যামন করে তুমি বিনে ,
আমি সুখী হবো ?
নিরব রাতে একলা বসে ,
একবারও কি ভাবো ?
ভালো যবে বেসে ছিলে ,
হৃদয় উজাড় করে ?
ব্যথার শেল বিদ্ধ করে ,
কেন গেলে সরে ?
শূন্য বুকে সুখের বাসর ,
কি করে গো গড়ি ?
মরা নদে হেলে দুলে ,
চলে কভু তরী ?
আশার ফুলে গেঁথে ছিলাম ,
ভালোবাসার মালা ।
সেই মালাটা ছিন্ন করে ,
দিলে বুকে জ্বালা ।
কেমন করে হাসবো আমি ?
দাওগো তুমি বলে ।
দিবানিশি তোমার স্মৃতি ,
ভাসায় চোখের জলে ।
Leave a Reply