আমাদের মানসবিশ্ব পল্লবিত হওয়ার প্রথম ধারাপাত হলো দাস্যসুখের বিপ্রতীপ মননের স্বরাজ। সফেদ স্বপ্নটাকে উঠোন পার করতে রোদে ভেজা মেঘের মোলায়েম মলম চোখে মেখে ছিটকে পড়া নাদুস-নুদুস প্রত্যাশাগুলোর পাখা ঝাপ্টানোর বিকল্প নেই। কোলাহলের ভেতরে অন্তর্গত নির্জনে সুর তোলে নি:সর্গের শনখনীল অর্কেষ্ট্রা।সেই সুর-নিমগ্ন সুরের-ফেরিওয়ালা আজ আন্দামানে শেকলবন্দী।তীরে বাঁধা তরী সাগরের ঢেউএর প্রণয়গীত কখনোই শুনতে পায়না। সুবহে সাদেক ফর্সা হয়, তবু জেগে ওঠার ঘন্টা ধ্বনি আমাদের কানে বাজেনা। সুদিনের প্রহর গোনা কিংবা স্বপ্নপুরীর স্বপ্নে বিভোর হলেই কি শুভ ও সুন্দরের জাদুযাত্রা শুরু হয়? আমার এবং আমাদের সপ্রতিভ মিলন মোহনায় রচিত হোক আমাদের বেঁচে থাকার অভূতপূর্ব ইশতেহার। অত:পর দিগন্ত বিস্তৃত দিব্য সত্যের মুহুর্মূহু উম্মীলণ, উদগীরণ ও বিকিরণ। আর আমাদের সমুজ্জ্বল সম্মোহন।
Leave a Reply