শুভ্রতার খেলা~~~~
তুষার আজ স্বমূলে পড়ছে ধরায়
অন্যমনস্ক হলেই ব্যালেন্স হারায়
সাদা চাদরে ঢেকে ফেলেছে চারপাশ
পথচারী বেখেয়ালী হলেই ধপাস
শূন্য বৃক্ষ হিম দিয়ে মুড়িয়ে দাঁড়ায়ে
অম্বর কার্পাস ছুঁড়েছে দিক হারায়ে
গাছগুলোকে যেই হাওয়ায় নড়বে
বৃক্ষ থেকে সব হিমানী ঝরে পড়বে।
প্রকৃতির মুগ্ধ করা অদ্ভুত এ সৌন্দর্য
তাইতো কোন কিছু লাগে না যে কদর্য
নীহার এর খেলায় মেতেছে প্রকৃতি
চারদিকে দেখি কত যে শুভ্র আকৃতি
উত্তরের শীতের এটা নিজস্ব মহিমা
শীতের শুভ্রতার আছে অরূপ গড়িমা
স্বর্গীয় এ দৃশ্যের হয়না কোনো উপমা
তুষার করে এ’শহরকে তিলোত্তমা॥
অটোয়া, কানাডা
২০২৪-০১-১১
Leave a Reply