হরেন্দ্র নাথ মজুমদার
১৯৭৫এর ১৫ই আগষ্ট জাতির জনক সহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় আমার ছোট্ট নিবেদনকত যে ভালোবাসি তোম
# কত যে ভালোবাসি তোমায় #
হরেন্দ্র নাথ মজুমদার
কত যে ভালোবাসি তোমায় হে জাতির পিতা,
তুমি এনে দিলে বাংলাদেশের প্রাপ্ত স্বাধীনতা।
এতো শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তা নয়,
এগান ছিল সাড়ে সাত কোটি বাঙালির হৃদয়ে।
১৯৬৯এ গনপরিষদে তব প্রাস্তাবিত বাংলাদেশ,
৭ই মার্চে ভাষণশুনে উন্মত্ত বাঙালি জাগে বেশ ।
ত্রিশ লক্ষ জীবন ও দু লক্ষ মা বোনের সম্ভ্রম শেষ,
নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এনে দিলে স্বাধীনদেশ।
কত যে ভালোবাসি তোমায় হে জাতির পিতা,
তুমি এনে দিলে লাল সবুজের পতাকা খান।
তুমি রেখে গেলে বাঙালি ও বাংলা ভাষার মান,
দিলে আমার সোনার বাংলা জাতীয়সংগীত খান।
কত যে ভালোবাসি তোমায় হে জাতির পিতা,
তুমি যে চির শোষিত বঞ্চিত বাঙালির জান।
তুমি দিয়ে গেল বাঙালিরে স্বাধীন বাংলাদেশ,
তব তনয়া শেখ হাসিনা দিল উন্নত বাংলাদেশ।
কত যে ভালোবাসি তোমায় হে জাতির পিতা,
পনের আগষ্ট তোমা স্বপরিবারের জীবন নিল।
সেই আত্মস্বীকৃত জঘন্য ঘৃনিত বেইমানের দল,
ঘাপটি মেরে আছে এখনো তাদের উত্তরসূরী দল।
কত যে ভালোবাসি তোমায় হে জাতির পিতা,
চেয়ে দেখো তুমি তোমার সৃষ্টি সোনার বাংলা।
শ্রাবণ যেমন কাঁদে আকাশে মেঘের ঘনঘটায়,
তেমনি কাঁদে বাংলাদেশে তোমার অনুসারীরায়।
কত যে ভালোবাসি তোমায় হে জাতির পিতা,
তাকিয়ে দেখো তোমার আদরের জেষ্ঠ নন্দিনী।
পদ্মা নদী কে বানিয়েছে বাংলা মিলনের বন্দনী,
তোমার স্বপ্ন পুরনে হাসু আপা সর্বত্র বিরাজিনী।
কত যে ভালোবাসি তোমায় হে জাতির পিতা।
১৫ই আগষ্টের
সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
Leave a Reply