অনাকাঙ্ক্ষিত
ভালোবাসা সদা অমূল্য।কিন্তু সব মানুষ স্বভাব বৈচিত্র্যের কারণে ভালোবাসার মূল্য বোঝে না ।
যে তোমাকে খুব বেশী ভালোবাসে তুমি তাকে ততটুকু বা একেবারেই না বাস তবুও তার অনুভূতিকে অবহেলা অসম্মান করো না। মানুষ আবহেলিত হতে ভালোবাসে না।
অযত্নে আর অসম্মানে ভালোবাসার উষ্ণ অনুভূতিগুলোর হিমশীতলে মরণ হয়।
মানুষের সুতীব্র ভালোবাসাগুলো ছোট্ট ছোট্ট কথা, কাজ ও অনুভূতির গহীনে লুকানো থাকে।
কিন্তু তীব্র ভালোবাসার ভার বহন করবার ক্ষমতা সবার থাকে না।
তাই নিখাঁদ ভালোবাসা পেয়েও কেউ কেউ সত্যি বিরক্ত হয়! তারা গহন ভালোবাসায় অতিষ্ঠ সঙ্গীকে সাইকো বলেও আখ্যায়িত করতেও ছাড়ে না। এমনকি মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।
তীব্র ভালোবাসতে জানা এইসব মানুষের মনোরোগের চিকিৎসা করালে তারা হয়তো আরেকটু বাস্তববাদী হবে,কোন পাগলামো করবেনা কিন্তু পুরোই ভালোবাসতে ভুলে যাবে।
তাই যারা ভালোবাসার কদর বোঝে তারা পাগল প্রেমিকের চিকিৎসা চায় না। সব চিকিৎসা যেন সদা কাঙ্খিত নয়।
Leave a Reply