মহেশখালী প্রতিনিধি
জানা যায় ইসমাঈল বিভিন্ন মামলায় দন্ডিত সন্ত্রাসী ও বিভিন্ন জায়গায় ডাকাতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, কামাল দোকানে আসলে একদল সন্ত্রাসী বাহিনী তার পথ রুদ্ধ করে এবং থাকে হামলা করে পালিয়ে যায়। বিশেষ সুত্রে জানা যায় কামালের দোকান থেকে বাকিয়া মালামাল ক্রয় করেন , পরে টাকা না দিয়ে চলে যায় ইসমাঈল। ইসমাঈল থেকে বাকিয়া টাকা খুজলে কামাল কে হামলা করে চলে যায় বলে জানায়, সেই ভুক্তভোগী কামাল। তিনি এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে বলে পরিবার সুত্রে জানতে পারি। সেই বিষয়ে কক্সবাজার পৌর আওয়ামীলিগের সদ্য পদপ্রর্থী সাংগঠনিক সম্পাদক আব্দুশুক্কুর বলেন, থাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এবং চিকিৎসা চলতেছে! এবং ইতিমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধ মামলার প্রস্তুতি চলতেছে বলে জানান। অভিযুক্তরা হলেন ১নাম্বার আসামি মুহাম্মদ ইসমাঈল( ৫০) পিতা মৃত্যু মোজহার মিয়া ২ নং আসামী বাদশাহ মিয়া( ৫০) পিতা মৃত্যু মুজাহার মিয়া ৩ নাং আসামি আবু আহমদ (৪৮) মুজাহার মিয়া( ৩০) ৪ নাং আসামি হলেন মুহাম্মদ লোকমান (৩০)পিতা আবু সৈয়দ উত্তর ঝাপুয়া কালারমার ছাড়া মহেশখালী কক্সবাজার। ভুক্তভোগী আরো অভিযোগ করেন তিনি যখন দোকানে আসেন তার পথ বন্ধ করতে সন্ত্রাসীরা থাকে হত্যার উদ্দেশ্য তারা জলাবদ্ধভাবে হামলা চালায়, এবং দারালো সাঁকো ও লোহার রড দিয়ে তাকে যখম করে পালিয়ে যায় বলে ভুক্তভোগী কামাল অভিযোগ করেন। ইতিমধ্য মামলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা।
Leave a Reply