সুখের আড়ালে
লুকানো দুঃখগুলো
বাসা বেঁধে আছে ,
যা কিনা বলা হয়নি ।
মাঝে মাঝে চিৎকার করে
বলতে ইচ্ছে করে-
মেকি সুখের অন্তরালে
গচ্ছিত গল্প কাহিনী ।
ভোরের স্নিগ্ধতা এখন আর
আমাকে বিমোহিত করে না,
নির্মল বাতাস’ও দিতে পারে না
শরীর, মনকে শান্তির পরশ ।
ইদানিং বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে
জলের ধারায় ধুয়ে ফেলতে মন চায়
জীবনের সব দুঃখ, গ্লানি ।
কিন্তু, কি করবো ?
বৃষ্টিও যে আকৃষ্ট করে না
আমাকে আগের মতো ।
বিনিদ্র রজনী এখন আমার
নিত্য সঙ্গিনী হয়েছে,
মনের সব সঞ্চিত স্বপ্নগুলো
দুঃসপ্ন হয়ে আমাকে
নিঃশেষ করে দিতে চায় ।
অসহ্য যন্ত্রনায় আমি
নিঃশেষ হতে হতে –
এক সময় খুব বাঁচতে ইচ্ছে করে ……..
Leave a Reply