পকেটে ছিদ্র ছিলো
ফয়জুর রহমান।
পেতেছিলুম আকাশে হাত ,এক কাতরা
চোখের জল তেতে কিছুটা তপ্ত ছিলো।
উপর থেকে চোখের পলক , সাথে
প্রভাতি ঝলক ছিটকে পড়লো আলো ।
একেবারে রিক্ত’হাত যেন বহুদূর তার
দেখা সমুদ্র ইথার রেখা এলোমেলো ।
নাব্যতা হীন ভাগ্যরেখা কাটছে সাঁতার,
যেখানে আয়ুষ্কাল ঘুরছে নক্ষত্রগুলো।
মুখরিত অরণ্যমালা জিন্দেগি দিনরাত
বাদরের সোলেনামা কোথায় হারালো ?
মাথার ঘাম পায়ে পায়ে অন্নবস্ত্র নিতান্ত,
চাহিদায় যদি পাই আধিক্য না’ই হলেো।
বলেছিলুম কতদিন সময় বদলে দাও,-
একসাথে বাঁচি আমাকেও মানুষ বলো ।
না’হয় ধিক্কা দিলে মানবতা ভিক্ষা দিতে ,
দাড়াবো কতকাল দ্বারে কুত্তা সামালো।
মশাল মিশিল রাতে সূর্যোদয় প্রভাতে
আনন্দের মানুষ চাঁদের নাগাল পেলো ।
আমি ও মানুষ অবিভক্ত নীলাকাশ —
হারিয়েছি চাঁদরুটি পকেটে ছিদ্র ছিলো।
রচনা কাল -৭/৯/২০২৩ লন্ডন ।
Leave a Reply