তোমাকে আমার প্রয়োজন
-আমিনুল হক নজরুল।
আমার-এই আমি’টাকে ভালো লাগে,
ভালো লাগে আমার দেহ,দেহের সকল অঙ্গপ্রত্যঙ্গ,
ভালো লাগে আমার চারপাশ,চারপাশের সব কিছু,
যখনই আমার সান্নিধ্যে থাকো তুমি,
তোমার স্পর্শে থাকে আমার শরীর।
তুমি যেন ব্যাটারি বা ডিজেলের মতই আমার দেহে,
এ যেনো নতুন কোনো রটনা বা ঘটনা নয়,
তুমি আমার স্পর্শে থাকলেই-
সচল থাকে আমার দেহযন্ত্র,
পেশীগুলো সারাক্ষণ থাকে সতেজ,
অস্থি-মজ্জা,মেরুদণ্ড যাবতীয় দমন-পীড়নের পরেও-
থাকে অক্ষয় ও মসৃণ।
আমি বারবার বারবার শুধু চুমু খেতে চাই,
তোমার যেখানে সেখানে চুমু খেতে চাই,
পরম যত্নে শিকড় যেমন মাটিকে চুমুকে ধরে রাখে-
তেমনি আমার আমি’টাকে বাঁচিয়ে রাখতে-
তোমাকে চুমিতে চাই সারাক্ষণ।
নদীর কূল ভাঙ্গা মাটির মত কামনায় হারিয়ে যেতে নয়,
তোমার স্পর্শে বেঁচে থাকাতেই-
তোমাকে আমার প্রয়োজন।
Leave a Reply