!
মোঃ জিয়াউর রহমান
যদি উল্টে যেতো ঘড়ি!
মোঃ জিয়াউর রহমান
কিশোরগঞ্জ সদর
১৭/০৮/২০২৩
ভিজব বলে মেঘ ঝরাতে
বর্ষা শেষে শরৎ গড়াতে
স্নিগ্ধ হতো মন,
ঘড়ির কাঁটা উল্টে যদি
আবারো শিশুর মতন।
🎋🎋🎋🎋🎋🎋🎋
সকালে উঠিয়া যেতাম ছুটিয়া
শিউলি গাছের তল্
কি অভিমানে ঝরিয়া পরে
হারায়ে জীবন বল্।
🎋🎋🎋🎋🎋🎋🎋
চারিপাশ যেখানে খুলা প্রান্তর
সবুজে ছাওয়া মাঠ
ভুলে যেতাম খেলায় মেতে
নাওয়া-খাওয়া-পাঠ।
🎋🎋🎋🎋🎋🎋
সন্ধা রাতেই শুনতে পেতাম
হুক্কাহুয়া ডাক
ঘরের পিছে দিতো শিয়াল
কি উল্লাসে হাঁক !
🎋🎋🎋🎋🎋🎋🎋
জোনাকি দল লণ্ঠন জ্বেলে
ভাসে নিশির গায়
তারকা যেমন দূর গগনে
আলো দিয়ে যায়।
🎋🎋🎋🎋🎋🎋🎋
ঝিঁঝি পোকা রাত প্রহরী
বিনা পয়সায় জাগে
পাড়ার কুকুর তাদের সনে
কাজ নিয়েছে ভাগে।
🎋🎋🎋🎋🎋🎋🎋
দুষ্টুমিতে কাটতো বেলা
বন্ধুরা সব মিলে
কাশফুল ছিড়ে হই হুল্লোড়
“হুঁশ” মায়ের কিলে।
🎋🎋🎋🎋🎋🎋🎋
বাঁদর ছেলে শুধাবে আমায়
করে শুধুই খেলা
তোর বাবাকে নালিশ দেব
বুঝবি তখন ঠেলা।
🎋🎋🎋🎋🎋🎋🎋
মা-বড়বোন ধরে যখন
গোসল করাবে মেরে
চিৎকার শুনে পড়শি সবে
আসবে কর্ম ছেড়ে।
🎋🎋🎋🎋🎋🎋🎋
আবার আদরে টানতো মা
বলতো বাবা খাও
ভালো কিছু করতে হলে
পড়াতে মন দাও।
Leave a Reply