চতুর্দশপদী কবিতা
১৩/৩০০
জ্বলজ্বলে আলিঙ্গনে / জন্মদিন এসেছে আবার
একটি কালের জন্ম / সঙ্গে এনেছে কাঙ্খিত ক্ষণ
জীবনের এ সিম্ফোনি / নীল সব আকাশে আমার
আমাদের পৃথিবীতে / মেলিছে ডানা প্রাণ ও মন।
মোমের বাতিরা সব / উজ্জ্বলতা দিচ্ছে নয় অল্প
খুব যত্নসহকারে / গিয়েছে সাজানো এক কেক
শিখা প্রতি এক বর্ষ / আনন্দ ও বেদনার গল্প
হাসিরাশি প্রতিধ্বনি/ সবেতেই জন্মে স্বপ্ন এক।
ক্ষণগুলো দিনগুলো / মিলেমিশে সৃষ্ট এ-ভ্রমণ
বয়স হতে বয়সে / সরলতা আর বিজ্ঞতায়
স্মৃতির ভেতর জমা / যাহা করেছে চিত্ত হরণ
চলে যাওয়া বৎসর / নতুন এক পাতা উল্টায়।
সুতরাং এইবার / আসুন এই হোক কামনা
হৃদয়ে থাকুক গান/ কেবল এই হোক বাসনা।
টরন্টো ১২ই আগস্ট ২০২৩
Leave a Reply