“শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতেই বিশ্বাস”
বাংলাদেশ আওয়ামী লীগের সবচাইতে বড় গুণ হলো এখানে নেতৃত্ব দেবার যোগ্য লোকের অভাব নেই। এবারের নির্বাচন মনোনয়ন প্রত্যাশিতদের তালিকা এবং মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বোঝা যায়; মাননীয় প্রধানমন্ত্রী, সকলের আস্থাভাজন, জননেত্রী শেখ হাসিনা কতো বিচক্ষণতা এবং দূরদর্শিতার সহিত পরিপূর্ণ একটি তালিকা প্রকাশ করেছেন।
চুয়াডাঙ্গা ১ আসনে নৌকার মাঝি হিসেবে হাল ধরবেন বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার এবং চুয়াডাঙ্গা ২ আসনে হাল ধরবেন জনাব আলী আজগর টগর। একই নৌকার আমার সহযাত্রীদের প্রতি প্রাণঢালা অভিনন্দন, আকাশ সমান সম্মান এবং বুকভরা ভালোবাসা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, “মহৎ অর্জনের জন্য মহৎ ত্যাগের প্রয়োজন।” বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতি অনুসরণ করেই চলেছে। আমাদের বর্তমান সব ত্যাগ হয়, ভবিষ্যৎ এর জন্য। আমিও বিশ্বাস করি আমাদের সকল বিশ্বাস এই এক নীতিতে আবদ্ধ।
দেশের উন্নয়ন রোডম্যাপে দলীয় নীতি ও আদর্শের চেতনা বুকে ধারণ করে জনগণের সেবায়, বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমি নিজ বিসর্জনে সর্বদা প্রস্তুত ছিলাম, আছি, থাকবো। শুধুমাত্র চুয়াডাঙ্গা নয়, দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে, আমাদের জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পুরো বাংলাদেশে যেখানে আমাকে প্রয়োজন হবে সেখানেই আমি প্রাক নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত।
নবীন-প্রবীনের সংমিশ্রণে এবারের নির্বাচন হোক উৎসবের নির্বাচন, প্রত্যেকটি ভোট হোক মনোনীত প্রার্থীদের প্রতি জনসাধারণের ভালোবাসার এপিটাফ।
কবি সুকান্তের ভাষায় শেষে বলতে চাই,
“যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস”
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনের সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন।
Leave a Reply