জাদুকরী চমক
মোঃ নজরুল ইসলাম
চিত্ত খুশী পড়েছি আজ নতু সাজ
রেখে সত্বর জরুরী সকল কাজ
যারপানে মন ছুটে যায় বারে বার
অপরূপ সাজে সজ্জিত অঙ্গ তার।
কাজল বর্ণ আঁখিদুটি তার ছলছল
ঝর্ণার জল বহিছে প্রাতে অবিকল
আকুল হয়ে কোন বারতা দিতে চাও
আমার ভালে সুখের মোহার দাও।
আমি দীনহীন পথভুলা দুর্বল পথিক
আমাকে চিনায়ে নিয়ে যাও হে নির্ভীক
আমার নিলয় জুড়িয়া রয়েছো তুমি হে
তোমার শোণিতধারায় সে স্রোত বহে!
সেথায় আমায় নিয়ে চলো নিশি রাতে
যেথায় মোদের মিলন হবে একসাথে
আমি ছিন্ন পুতুল নিরেট মাথা সখি হে,
চাইনা হীরাপান্না শুধু দেখবো তোমাকে।
চাইনা গগনচুম্বী প্রাসাদের খিলান বুর্জ
মুক্তা খচিত আকাশের গ্রহ-তারা-সূর্য
আঁখিদুটি শুধু লইবে তোমার দর্শন স্বাদ
কবে আসবে সেই কাঙ্ক্ষিত অরুণ প্রাত!
বীরের বেশে ফিরে দেশে আপন আলয়
স্থির হয়ে দাঁড়াবো আসুক যত লয়প্রলয়
ভয় করিনা পৃথিবীর কারো রাঙা চোখ
যতই দেখাক জাদুকর জাদুকরী চমক!
বরিশাল
৩/৮/২০২৩
Leave a Reply