আটপৌরে
নির্জনতার অসীম অন্ধকার নিয়ে দাঁড়িয়ে থাকি,
জোনাকিদের সাথে রাত জাগি একা একা,
তারা গুনি,ভাবনার অতল গহবরে হারিয়ে যায়,
যোগাযোগহীন এরকম ভাবতে আমার ভালোই লাগে৷
আমি এইসব নির্জনতা, এইসব একাকিত্ব,
অপ্রকাশিত প্রেম আর ভালোলাগা নিয়েই রোজ বেঁচে থাকি,
প্রতিদিন আটপৌরে ঘুমের আকাংক্ষাই জেগে থাকি,
প্রতিদিন শিশিরের মত নিঃস্ব হই! রোদ্দুর এলেই৷
প্রতিদিন মেঘের ভেলায় আমার পানসি সাজাই
তার নামে গোধূলীর বুকে লাল অক্ষরে চিঠি লিখি,
আমিতো প্রেমে পড়েই আছি, প্রেমে পড়েই থাকি,
একা একা, যে নক্ষত্র ডুবে গেছে তার,
সন্ধ্যার আহব্বানে যে পাখিরা নীড়ে ফিরেছে তার,
মেঠো চাঁদ আমার দিকে তাকিয়ে মুচকি হাসে,
তারপর সূর্যের বুকে জমা রাখি সব হারানোদের গল্প।
প্রতিদিন অন্ধকার, প্রতিদিন মাটি আর রক্তের কর্কশ স্বাদ।
Leave a Reply