।। অপেক্ষায় ।।
আমি বসে আছি তোমার অপেক্ষায়-
সেই পরিচিত বটমূলে!
অপলক সময় নয়ন বুলায়
কত বিহঙ্গ ফিরেছে কুলায়!
আস নাই শুধু তুমি
যে ফুল হাতের ঝরেছে ধুলায়-
সাদরে লইতে তুলে!
মনে হয় সব শেষ এখানেই-
তবে কেন প্রতীক্ষার শেষ নেই!
আমি দৃষ্টি ফিরালে দেখি তোমাকেই-
দুহাত ভরা ফুলে!
জনপদে জীবন স্রোতে কত কি
হারায় চিরতরে!
হবে না হয়তো দেখা
হবে না অপেক্ষার শেষ
আর চিরদিন প্রেমের কবিতা লেখা!
আমি আছি অপেক্ষা করে
জন্ম-প্রজন্ম ধরে-
কবে আপন করে লইবে আমায়
তোমার অভিমান ভুলে ।।
(১৮.১২.১৯৯৮)
Leave a Reply