খুব কাছ থেকে দেখা “আনোয়ার হোসেন মঞ্জু” তাপস মজুমদার (দাদা ভাই)। পর্ব —– ১৯ ( ব্যাবসায় মননিবেশ )
রাজনৈতিক ও ব্যাবসায়িক ভাবে অনেক প্রতিকূলতার মুখোমুখি হওয়ায় মঞ্জুর নবম সংসদ নির্বাচন করা সম্ভব না হলে ( দশম ও একাদশ সহ ) মোট ৭ বার এম পি নির্বাচিত হয়ে জনতার সেবক হিসেবে নিজেকে প্রমানিত ও সম্মানিত করলেন।
ইতিমধ্যে পিরোজপুর—২ সংসদীয় আসনে সাবেক সচিব ভান্ডারিয়ার সুযোগ্য সন্তান জনাব হাবিবুর রহমান আওয়ামী লীগের নীতিনির্ধারক দের মৌখিক প্রতিশ্রুতিতে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালিয়ে যেতে থাকা অবস্থায় ঢাকাস্থ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার বাসভবনের ( ধানমন্ডির সুধা সদন ) সম্মুখের রাস্তা বন্ধ করে দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী— ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা জনাব খ ম জাহাঙ্গীর এবং পিরোজপুর— ২ সংসদীয় আসনের নেছারাবাদ উপজেলার শ্রদ্ধেয় জনাব শাহআলম সাহেব আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির আশায় আন্দোলনে সামিল হলে জননেত্রী শেখ হাসিনা আমেরিকায় অবস্থানরত আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের সাথে কথা বলে ও তার সমর্থনে শাহআলম সাহেব কে পিরোজপুর— ২ আসনে নৌকা প্রতীকে নমিনেশন দিলে জনাব শাহআলম প্রথমবার এম পি নির্বাচিত হন এবং মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কে মন্ত্রণালয় ভিত্তিক উপদেষ্টা নিয়োগ দিয়ে সম্মানিত করেন।
এদিকে মঞ্জু সাহেব দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে অনিয়ম অব্যাবস্থাপনার সমাধান করতে গিয়ে পারিবারিক সমস্যার সম্মুখীন হয়ে আইনি প্রক্রিয়া এবং সমঝোতার ভিত্তিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার মালিকানা অর্জন করে ভবনের দখলিস্বত্ব হারালে পত্রিকা প্রকাশে অনেক ঝক্কি-ঝামেলার সম্মুখীন হতে হয়, অন্যদিকে এজিজ স্পিনিং এবং টেক্সটাইল মিলস এর রুগ্নতা কাটাতে আনোয়ার হোসেন মঞ্জু এবং তার পরিবার অক্লান্ত মনোযোগ দিয়ে কিছুটা সফল হলেও পূর্বের ন্যায় ব্যাবসায়িক উদ্দামে ফিরতে পারলেন না।
অন্যদিকে এলাকায় জনাব শাহআলম সাহেব নিজেকে আওয়ামী লীগের সৎ নিবেদিত স্থানীয় নেতা হিসাবে প্রমাণিত করতে সক্ষম হলেও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে অক্ষম হলে অত্র এলাকার জনগণের মাঝে জাতীয় নেতা জনাব আনোয়ার হোসেন মঞ্জুর জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজ এলাকায় যোগাযোগ বৃদ্ধি করে মানুষের কাছাকাছি থেকে দশম সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে স্থানীয় জেলা উপজেলার আওয়ামী এবং আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃত্ব থেকে অসহযোগিতা অনুভব করলেন।
চলবে —– পর্ব —— ২০
Leave a Reply