তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন কর্তৃক দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সারোয়ার আজাদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ জুলাই) সোমবার বিকালে কামরাবন্দ ও বাদাঘাট গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রায় দুই থেকে আড়াইশো লোকজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ, স্থানীরাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন।
বক্তারা বলেন, সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় ‘অবশেষে বদলি তাহিরপুরের ইউএনও, জাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুতে এক ড্রেজারের ধাক্কায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি, জাদুকাটা নদীতে ড্রেজারে খনিজ বালু-পাথর উত্তোলন, ড্রেজার জব্দ ও ড্রেজার মালিকদের গ্রেপ্তারে ভূমিমন্ত্রীর নির্দেশ, বাদাঘাট বাজারে ভারতীয় নাসির বিড়ির চালান জব্দ, কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই জেরে গত শুক্রবার (১২ ই জুলাই) তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনসহ ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে সাংবাদিক আজাদের বাদাঘাট কলেজ রোডের বাসার ভেতর ডুকে সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ সহ তাঁর পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি দিয়ে ওই সাংবাদিকের বাসা ত্যাগ করে।
এ বিষয়ে সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ ওই দিন রাতেই তাহিরপুর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং৫৪২।
Leave a Reply