নীলের সাথে আমার সখ্যতা
সেই ছেলে বেলা থেকে
মধ্য দুপুরে গ্রীষ্মের নীল আকাশ
নীল সমুদ্র
নীল অপরাজিতা
নীল ঘুড়ি
নীল বেলুন
নীল প্রজাপতি
নীল নীল নীল
নীলাময় নীলিমার নীল
নীলাম্বরীর বুকে নক্ষত্রের হাজার বুটিক
নীল চোখের বাঁকা চাহুনি
নীল মনিহার
নীলা পাথরের অঙ্গুরী
নীল রেশমি চুরি আর
নীল টিপ পরা
নীল পরির সাজে প্রথম দেখা
নীল আলো বিচ্ছুরনের আনাগোনার মাঝে
নীলের এমন সম্ভার কেউ দেখেছে কিনা
নীল সমাহারের এমন নজির পাওয়া গেলো না।
নীল পদ্ম উপহার দেবো বলে
নীল দিঘিতে ডুব সাঁতার
নীল খামে লাল গোলাপের সুবাস
নীল রঙে আঁকা
নীলাকাশে চাঁদের স্নিগ্ধতা।
নীল মনি এনে দিলে
নীলের সাথে মিশে
নীলাময় জীবন হবে আশ্বাসে
নীল নদ সেচে
নীল মনি এনে দেখি
হাতে মেহদীর লাল আল্পনা
নীল মিনা কারুকাজের নোলক
লাল বেনারসি পরে
ঘুরে ফিরছো পায়ে
রক্ত ক্ষরিত লাল আলতা মেখে।
নীল উন্মাদনায় ভলোবাসার খেয়ায়
নীলাভ ফানুসে উড়তে চেয়ে, ছলনার
নীল দংশনে
নীল দেহে আছি পরে
নীল কন্ঠি হয়ে।
বিশ্বাসের হলুদ মাখা জোৎস্না
প্রতারণার নীল ছোবলে
এমন বিবর্ণ নীল হবে
তা কেই বা জানতো আগে!
Leave a Reply