★★★ইফতার আমেজ★★★
……………. 🖊 জাহিদ চৌধুরী
দিনভর উপোষী শরীরে এক ঝঙ্কার,
সূর্যাস্তের সঙ্গেই আল্লাহু আকবর।
পরিবার পরিজনের সাথে রাখা রোজা,
একসাথেই বসে খাওয়া ইফতারে মজা।
হয়না তুলনা গৃহে, সাথে পরিবার পরিজন,
ইফতার মাহফিল, পার্টি বাহিরে আয়োজন।
সেথায় নামীদামী খাবার, কোমল পানীয়,
গৃহের তৈরী, যা’কিছু, তৃপ্তিতে অতুলনীয়।
খেতে বসে সৌজন্যতা ভণিতা শিষ্টাচার,
উদরপূর্তি করেও, মন প্রশান্তিতে অনাহার।
যেন কারো সাহেবিয়ানা পোষকে নিদ্রা যাপন,
আপনালয়ে আয়েসিতে ভরে উঠে মন-স্বজন।
নেই কোন সংকোচ, ঢিলেঢালা সাধারণ পড়নী,
মায়াবী হাতে আশায় কিছু করেছে গৃহ-জানী।
পার্টির যতসব আয়োজন, যতকিছু সব প্রদর্শন,
পরিবারের সাথে ইফতারই সুখ-শান্তির নিদর্শন।
★★★
১৪ ই রমজান ১৪৪৪ হিজরি
০৬ এপ্রিল ২০২৩
খুলশী, চট্টগ্রাম।
Leave a Reply