জীবন অসহায়
হাবিবুর রহমান রুবি
নির্মম বাস্তবতায় জীবন থেমে যায়,
হেরে যায় মিথ্যে প্ররোচনায়।
নয়নের অশ্রুজলে কিছু কথা যায় বলে,
ব্যর্থতার হার মেনে নীরবতায়।
কিছু কষ্ট ভুলা ব্যাথার গল্প বলা ,
খুঁজে মন ব্যাকুলতায় মন্ত্রণা।
বিবেকের কষ্টাঘাতে কথা বলা সময়ের সাথে,
সীমাহীন পথ চলা নিয়ে বুকে যন্ত্রণা।
মনের ক্লান্তি নাশিতে একাকী হেটে নির্জন পথে ,
মরণের ছবি আঁকে কল্পনায়।
নিজেকে বুঝতে শেখা পথের পথিক হয়ে একা,
নতুন করে বাঁচতে অনুপ্রেরণা যোগায়।
নিত্য নতুন ত্রাসে ভয়ঙ্কর বজ্র এসে,
জীবন চলার পথ দিয়ে যায় দমিয়ে।
মনের ডানা ভেঙ্গে সাজায় বেদনার রঙ্গে,
বিষাক্ত তীরের আঘাতে যায় হারিয়ে।
বিবেকের নষ্টতা বেড়েছে বর্বরতা,
কুলষিত মন আজ বেপরোয়া সুখের ছোঁয়ায়।
জীবন অসহায় বেঁচে থাকা হল দায়,
ধুলো মাখা পৃথিবীকে কষ্টরা ধিক্কার জানায়।
Leave a Reply