দাও গো মা তিলক এঁকে
দাও গো এঁকে ঝটিকা
মরিয়াও অমর হইতে চাই এই ভুবনে,
জ্বালায়ে রাখিতে চাই শাশ্বত বহ্নি শিখা
গাইয়া যাইতে চাই অম্লান বাক্যসমূহ
চিরভাস্বর, হিমাদ্রি।
চলিতে চাই সময়ের আগে
সমগ্র বিশ্বের সকল মায়ের কোলে
ছড়ায়ে দিতে চাই আশার আলো,
সকল ক্ষুধার্ত নিরন্নের কাছে
ছড়াতে চাই লক্ষ প্রাপ্তির আকাঙ্খা
সুস্থতা, দৃঢ়তা।
কামনায় জেগে থাকো যুবতী রাতকানা চাঁদ
জেগে থাকো কোজাগরী চাঁদ
জেগে থাকো ঊর্বশী চাঁদ অতি সুখে,
হৃদয়ের দেয়ালে জ্বলে যাক ময়ূরকণ্ঠী আলোক
জ্বলে যাক খেলে যাক সেখানে অনাগত ভবিষ্যতের দিনপঞ্জি
ভাবনার অবকাশ, ইচ্ছার নামাবলী।
প্রান্তিক চাহিদাগুলো নিবিড় ভাবে ঘুমিয়ে থাকুক
স্বপ্নের দেয়ালে মাথা রেখে
পশুর নদীর ঘোলা জলে কার ছায়া খেলা করে ফিরে
শুকনো নুপুরের কান্নার প্রতিধ্বনি শোনা যায়
দেবদারু হেমন্তের শেষে নিরবে ঝরে পড়ে
চিন্তার খোলসে খুঁজে ফিরি কারে।
সাজান প্রদীপ জ্বলে আর নেভে
যদিও কোনো সদস্যের ধারায়- ভাষায়
দেয়া হয়েছে বিরহ গুলোকে সুর,
অখন্ড বিষয়গুলোকে
একগুচ্ছ ইচ্ছার অন্তরালে রাখা পৃথিবীর কোণে
তবুও কামনা করি সকলের সুস্থতা।
Leave a Reply