দানব ও প্রকৃতি ।।
শহরের গরমে কিংবা গরমের শহরে
আমরা ভীষণ অযোগ্য অনুভূতিহীন এক প্রাণি
নগরায়নে ধ্বংস করেছি জীবনদায়ী অগণিত অক্সিজেনের কারখানা
জলাধার ভরাট করে বানিয়েছি লোহালক্কর আর
ইট কাঠের জঙ্গল
ভূগর্ভের পানি তুলেছি করছি নিয়ত অপব্যবহার
নিজেদের অস্তিত্বের উপর চাপিয়ে দিচ্ছি ময়লা
আবর্জনার স্তুপ
ইটের ভাঁটা আর কলকারখানার ধোঁয়ায় আচ্ছন্ন করেছি
প্রজন্মের স্বপ্ন দেখা নীলাকাশ
নদীগুলো দখল করেছি দূষণে দগ্ধ করেছি মাতৃস্নেহের মত প্রবাহমান জলের ধারা
আঘাতে আঘাতে নিঠুর অত্যাচারে বসুধাকে রূপ দিয়েছি
নিপীড়িত লানছিত জরা ব্যাধিগ্রস্ত এক রমনী।
বৈশ্বিক উষ্ণায়নে অতিষ্ঠ মানুষ শুধুই স্বস্তি চায়
দু’হাত তুলে যে বৃষ্টির জন্য প্রার্থনা করে
সে বৃষ্টি আর অনিয়ন্ত্রিত আচমকা ঝড় লন্ডভন্ড করে দেয়
জীবন প্রবাহ। কোথায় তবে শান্তি! কিসে তবে পরিত্রাণ!
প্রকৃতি কি এতই সহনশীলা — মেনে নেবে মানবরূপী দানবের অত্যাচার অপমান!
…………………………………………….
০৩.০৪.২০২৪
Leave a Reply