গীতি কবিতা
প্রেমের জুড়ি
প্রেম দরিয়ার নাই দরদি
তবু ভাসাই প্রেমের তরী,
কেউ হলোনা প্রেম যমুনার
ভবে কান্ডারী।
স্বার্থ ছাড়া কেউ খোঁজেনা
বুঝেনা রে মন,
এই দুনিয়ার প্রেমের হাঁটে
স্বার্থের প্রয়োজন
ভাব তরঙ্গে ভেবে মরি
লাগাইয়া মায়ার ভেরি ঐ
শুকনো গাঙ্গে নোঙর ফেলে
বাওরে উল্টো নাও,
ভাঙ্গা তরীর রঙ্গিন মাঝি
কোন বা দেশে যাও
বুঝে শুনে চালাও তরী
উড়াইও মন রঙ্গিন ঘুড়ি ঐ
প্রেম শিকারি হয় ভিখারি
নাইরে মন পূজারী,
বেচাকেনার হাঁট বাজারে
ব্যর্থ প্রেমের জুড়ি
মন মহাজন না পায় সুজন
হলো রে দেশান্তরী ঐ
Leave a Reply