তারিখ : ৩০/১১/২০২২
~ভুলে বৈষম্য এসো সাম্যে~
****আমান উদ্দিন
পৃথিবীতে কেন হচ্ছে শ্রেণী বৈষম্য
মানুষের মধ্যে জাতি ভেদাভেদ ?
ধর্ম নিয়ে অহরহ দাঙ্গা-হাঙ্গামা
অহেতুক তর্ক বিভেদ।
মানবজাতির পাপ পুণ্যের বিচার করবে
জগৎস্রষ্টা প্রভু,
আমরা কেন অনাধিকার চর্চা করে
ঝগড়া করি তবু।
পৃথিবীতে মানবজাতি সৃষ্টির সেরা জীব
বিবেক বুদ্ধিমান,
বিবেকবর্জিত আচার আচরণে কভু
তাহা করে দেয় ম্লান।
দুনিয়া জুড়ে কত নিরীহ মানুষ মরছে
হচ্ছে মানবাধিকার লঙ্ঘন,
পেশিশক্তির কাছে পৃথিবী এখন অবরুদ্ধ
চতুর্দিকে অসহায় মানুষের ক্রন্দন।
অন্যায়ের কাছে মাথা নত না করে
অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়ান,
শক্তি দিয়ে মোকাবেলায় অক্ষম হলেও
একটু সহানুভূতির হাত বাড়ান।
ধর্ম বর্ণ জাতি শ্রেণী ভুলে বৈষম্য এসো সাম্যে
করো মানব সেবার কাজ,
যাহা থেকে উপকৃত হতে পারে দুনিয়ার
নিপীড়িত নির্যাতিত মানব সমাজ।
@@@@@@@@@@@@@
লন্ডন,
যুক্তরাজ্য।
প্রিয় সাহিত্য পরিবার গুলোর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ۔
শুভকামনা নিরন্তন ۔
Leave a Reply