প্রণয় রেখা//ফাতিমা আলী
এক নিবিড় বিশ্বাসের সরলরেখা পর্যন্ত তোমার অস্তিত্ব
কোথায় সরাবো ?
যেন কোন পাথর কাটা মূর্তি
খুব ধীরে ধীরে তৈরি করেছি যাকে।
যখন আসো, আকাশে থৈ থৈ করে পাখির ডানার শব্দ
ঘন কুয়াশায় হেঁটে এলেও এক সূর্য আলোর ফেনা দোলে
সম্মোহিত ঠোঁটে কথারা কাঁপতেই বেজে ওঠে এস্রাজ—
মুহুর্তে জ্যোৎস্না যত্নে তুলে নেয় বিসারিত মাটি।
দাও হাত মেলে দাও—
দেখিয়ে দেবো কোথায় প্রণয় রেখা
মনের এক কোনে আছো
তবু যেন কানায় কানায় পূর্ণ!
সংখ্যার পর শূন্য— তুমি যেকোনো সংখ্যা,
এবার আমাকে বসাও…
খুলনা ২৪/১১/২০২২
.
Leave a Reply