🌿নন্দিত বিকেলে🌿
সুন্দর স্বপ্ন
তোমার দেয়া-
নন্দিত বিকেলের মাঝে
আমি লুকিয়ে রাখবো
প্রতিনিয়ত ঘটে যাওয়া
সব প্রকৃতি-প্রণয়।
মধুমন্তি কামনায়-
কেয়া করবীর ভেজা সুগন্ধ মাখা
অনুপম হিয়ায় তোলা
বরষা-প্রেয়সীর সুরের অনুরণন।
শ্রাবণ-সেতারে উন্মুক্ত হৃদয়ে
দুলে ওঠা সুখদর্শনের
আকুলি-বিকুলি প্রণোদন।
সাঁঝ বাদলের অলক্ত রাগে
বেজে ওঠা নূপুরের রিনিঝিনি সুর।
ধরে রাখবো-
পদ্মকলি সলিল স্নান করা
পুষ্পিত কদমের ঘ্রাণে
প্রেম-পিয়াসী অনুভবে
আলোড়িত যত প্রাণ।
বিচলিত মেঘের সুরের বেহাগে
আনমনা কোন নিভৃত ক্ষণে
আকাশ কোণে জেগে ওঠা
এক লহমা রঙধনুতে গচ্ছিত রাখা
ফুল-পাখিদের মৌন অভিমান।
মনে রাখবো—
কবিতা রচনার প্রহরে
ঝরো ঝরো বাতায়নে
নব বরষার স্বাগত অভিবাদন॥
Leave a Reply