তারপরে
হাকিকুর রহমান
দপ করে জ্বলে উঠে
ধপ করে গেলো ঝরে,
গপ করে গিলে ফেলে
দিলো করে এক ঘরে;
তারপরে…তারপরে…
সব কিছু গিয়ে ভুলে
ঘরে থাকা দায় হলো,
তেলা মাথে তেল দিয়ে
হয়ে গেলো এলো মেলো;
আ মলো…আ মলো…
ঘরে কোনো খানা নাই
পেটে শুধু খিধা টাই,
কিযে বলি কিযে করি
মনে বাড়ে জ্বালা ভাই;
হায়হায়…হায়হায়…
যত বলি তত ভুল
নড়ে নাতো এক চুল,
ভাবা ভাবি করে বুঝি
ভেসে গেলো তিন কুল;
নির্ভুল…নির্ভুল…
দপ করে জ্বলে উঠে
ধপ করে গেলো ঝরে,
গপ করে গিলে ফেলে
দিলো করে এক ঘরে;
তারপরে…তারপরে…
আর কিছু নেই ওরে!
Leave a Reply