শেখ আছলাম
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের(পি এফ জি)আয়োজিত সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলার সিজুয়ে কিন্ডার গার্ডেন স্কুল হল রুমে ২৭ জানুয়ারী বেলা ১১টার সময় দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল,সুশীল সমাজ,সাংবাদিক মহল গুণীজনদের সমন্বয়ে এক অরাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
পিস এম্বাসিডর মোঃ জাহাঙ্গীর খাঁন এর সভাপতিত্বে ও কো-অডিনেটর মোঃ জসিম মোল্লার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে কিনোট উপস্থাপন করেন রিপন আচার্য ও অনিন্দিতা বিস্বাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দেশ আমার টেলিভিশন এর চেয়ারম্যান এম জামাল হোসেন মন্ডল।আরো উপস্থিত ছিলেন,পিএফজি এ্যাম্বাসিডর শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এস এম খালেক,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, নুরুল আমিন মিয়া,আছিয়া আক্তার রুমু, মর্জিনা আক্তার মুন্নী, হুমায়ুন কবির, শহিদুল ইসলাম বাবু, কামরুন্নাহার চৌধুরী মেম্বার,দেওয়ান আবুল হাশেম, সাংবাদিক শেখ আল আমিন,সাংবাদিক শেখ আছলাম ও মোঃ তারিকুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সামশুল আলম নয়ন, আজিম খান প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৭ ফেব্রুযারি শনিবার পিস ইভেন্ট হিসেবে ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২৭ বছরের ছাত্র নেতৃবৃন্দদের সমন্বয়ে ২০ সদস্য ইউথ এম্বাসাডর গ্রুপ নির্বাচন করা হবে, এতে একজন কোঅর্ডিনেটর ও ২ জন সহকারী কোঅর্ডিনেটর মনোনীত করা হবে।
Leave a Reply