ফুরিয়ে যাইনি
মিলি আহমেদ
০১/১০/২০২৩
না ! আমি ফুরিয়ে যাইনি, বহুবছরের একাকীত্বের কোলাহলেও…
ঠোঁটের বিলাপে আঙ্গুল ছুঁয়ে কান্না নেমে গেছে যদিও লেখনীর বারান্দায়, তথাপি অন্য কোথাও পড়তে তো দিইনি নোনাজলের সেই চিহ্ন !
সত্যিই আমি ফুরিয়ে যাইনি !
আমি কুড়িয়ে নিয়েছি সুখ…খোলা জানালায় ছুঁয়ে যাওয়া রোজকার স্বর্ণালী সন্ধ্যার বেঁচে উঠার বিবরণে…
আমি খোলা ছাদে সুখের গালিচা বিছিয়ে জ্যোৎস্নায় করি স্নান !
স্নিগ্ধ করি প্রাণ…
আমি শূন্যতা পিষে নিজেকে নতুন করে খুঁজে নিই প্রতিদিন…
ঘোলাটে জীবনে ভাবনার জলচৌকি বসিয়ে
তোমাদের কাছেই ফিরে আসি বারবার… বার বার…
Leave a Reply